কারো বংশ-পরিচয় দিতে গেলে কুরছিনামা বা বংশ-লতিকা আবশ্যক। ঠিক তেমনি কারো গুরু-পরম্পরা বা আধ্যাত্মিক কূলজী প্রস্তুত করতে হলে সিজরানামা প্রয়োজন। সিজরানামা বলতে ইসলামের নবী হযরত মুহম্মদ (দঃ) থেকে শিষ্য-পরম্পায় নিম্নক্রম অনুসারে সজ্জিত বক্ষ্যমান সাধকের নাম পর্যন্ত একটি তালিকা বুঝায়। ঐ সাধকের নাম থেকে গুরু-পরম্পরায় ঊর্ধ্বক্রম অনুসারেও সিজরানামা প্রণীত হতে পারে। সিজরানামা আবার সিলসিলা নামেও পরিচিত। সাধক ফকিরের মূল পরিচিতি উদ্ধারের ক্ষেত্রে সিজরানামা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক খান্দানী ফকির তাঁর দীক্ষাগুরুর সঠিক মত ও পথ প্রমাণের জন্য সিজরা বা সিলসিলা ব্যবহার করেন। সূফীদের মধ্যে আবার নানা তরিকা বা পথ রয়েছে। সিজরানামা দেখেই বুঝা যায় যে, সাধক কোন সাধন পন্থা অনুসারী। সূফী কবির ভাষায়-
"খান্দান ছাড়িয়া ভাই মুরিদ হইলে।
খালাস পাইলে যাবে ইব্লিসের দলে।।"
তা'হলে ইবাদত-বন্দেগী দ্বারা স্রষ্টার নৈকট্য লাভ করতে হলে বিশুদ্ধ খান্দানী পীরের মাধ্যমে রাছুল নির্দেশিত ধর্মীয় তরিকা অনুসারণ করা কর্তব্য। খান্দানভূক্ত হওয়ার অন্য নাম ঘরানার অন্তর্ভূক্তি। সূফি সাধনায় মোটামুটি চৌদ্দ খান্দান বা চৌদ্দ খানওয়াদা বর্তমান আছে। বিষয়টি আগেই উল্লেখ করা হয়েছে। সকলের অব গতির জন্যে এখানে আমরা আহসান আলীর সিজরানাম উদ্ধৃত করছিঃ
মরমী কবি আহসান আলী খন্দকার
তার পীর সকীন আলী খোন্দকার
” ” আজম আলী দেওয়ান
” ” এবাদত আলী দেওয়ান
” ” দেওয়ান মোহাম্মদ খোজদানী
” ” হজরত শাহ বাবা
” ” শাহ আবুল বরকত
” ” দেওয়ান আব্দুল গফুর
” ” হজরত শাহ বড় দস্তগীর
” ” হজরত শাহ রহমতুল্লাহ
” ” আব্দুল্লাহ কিরানুল হোসেন
” ” হজরত শাহ মখদুম হামিদ
” ” হযরত শাহ কাজী শেখ
” ” শাহ জাহিদ বীন জাহিদ
” ” নূর কুতুবুল আলম
” ” শেখ আলাউল হক
” ” আঁখি সিরাজুদ্দীন
” ” নিজাম উদ্দীন আউলিয়া
” ” শেখ ফরিদউদ্দীন গঞ্জ-ই-শোকর
” ” খাজা কুতুবুদ্দীন বখতিয়ার কাকী
” ” খাজা মঈনউদ্দীন চিশতী সুলতানুল হিন্দ
” ” খাজা ওসমান হারূনী
” ” হাজী শরীফ জিন্দানী
” ” খাজা মওদুদ চিশতী
” ” খাজা আবু ইউসুফ চিশতী
” ” খাজা আবু মোহাম্মদ আবদাল চিশতী
” ” খাজা কুতুবুদ্দীন আবূ আহমদ চিশতী
” ” খাজা আবূ ইসহাক শামী চিশতী
” ” খাজা মিমশাদ উলবী দীনওয়ারী
” ” খাজা আমিনুদ্দীন আবু হোবায়াতুল বসরী
” ” খাজা হাফিজাতুল মারইশি
” ” সুলতান ইব্রাহিম আদহাম বলখী
” ” হযরত ফুজায়েল বিন আয়াজ
” ” আব্দুল ওয়াহেদ বিন জায়েদ
” ” হজরত খাজা হাসান বসরী
” ” হজরত আলী করমুল্লাহ অজহু
” ” হযরত মুহম্মদ মুস্তাফা (দঃ)